কক্সবাজার উখিয়া উপজেলা হলোদিয়া পালং ইউনিয়নের মধ্যে পাগলির বিল এলাকার সুমি আক্তার (৩৮) স্বামী সাইফুল ইসলামকে মিথ্যা মামলা থেকে অব্যহতি দেওয়ার জন্য সংবাদ সম্মেলনে করেছে।.
বান্দরবানের সসোনাইছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের স্ত্রী সুমি আক্তার, তাঁর স্বামীর বিরুদ্ধে সাজানো মাদক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তিনি এই মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেন।.
বুধবার (১২ অক্টোবর) বিকাল ৫ টার দিকে মধ্যম পাগলির বিল এলাকায় নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন। তার স্বামী সাইফুল ইসলাম (প্রকাশ) সাইফুল মেম্বারকে গত( ২৭ সেপ্টেম্বর ২২ ইং) তারিখে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন থেকে আটক দেখিয়ে মাদক মামলায় কোর্টে প্রেরণ করা হয়। যা উখিয়া থানা মামলা নং ১০১৭/২২।
সুমি আক্তার বলেন, আমার স্বামী সাইফুল ইসলাম( প্রকাশ) সাইফুল মেম্বার(৪৪) পিতা: মৃত আশ্রাফ আলী, স্হায়ী ঠিকানা : বট্রলী ৬ নং ওয়ার্ড সোনাইছড়ি ইউপি, নাইক্ষ্যংছড়ি থানা, জেলা বান্দরবান। বর্তমান ঠিকানা : মধ্যম পাগলির বিল ২ নং ওয়ার্ড, হলোদিয়া পালং ইউপি, উখিয়া থানা জেলা কক্সবাজার।
গত (২৫ সেপ্টেম্বর রবিবার) সকাল ৭ টার দিকে মধ্যম পাগলির বিল নিজ বাড়ি থেকে সাদা পোশাক দারি অপরিচিত সিএনজি এবং মোটরসাইকেল যোগে ১০-১২ জন লোক এসে আমার স্বামীকে আটক করে বেধড়ক মারধর করে মাটিতে ফেলে দেয়।
আমাদের সুর চিৎকার শুনে আশেপাশের লোক জন এসে পরিচয় জানতে চাইলে তারা সরকারি লোক বলে পরিচয় দেয়। তখন আশপাশের প্রতিবেশীরা তাকিয়ে দেখতে থাকে। ওই সময় সরকারি লোক পরিচয় দেওয়া লোকগুলা আমার বসত বাড়িতে ব্যপক তল্লাশি চালায়। তল্লাশিকালে অবৈধ কিছু না পাওয়া সত্ত্বেও আমার স্বামীকে হাত কড়া পড়িয়ে নিয়ে যায়। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখি কোথাও খোঁজ পাওয়া যায়নি।
গত (২৮ সেপ্টেম্বর) জানতে পারি উখিয়া থানা পালংখালী ইউনিয়ন থেকে মাদক মামলায় আটক দেখিয়ে কক্সবাজার আদালতে প্রেরণ করেন। মূলত আমার স্বামীকে হলোদিয়া পালং মধ্যম পাগলির বিল নিজ বাড়ি থেকে সকাল ৭ টার দিকে স্থানীয়দের উপস্থিতে নিয়ে যাওয়া হয়। এসময় শত-শত এলাকাবাসী চুপচাপ তাকিয়ে দেখেন। আমার স্বামীর নিকট ও বসতঘর থেকে কিছু পাওয়া যায়নি বা উদ্ধার হয়নি।
কিন্তু গত ২৭ সেপ্টেম্বর ২২ ইং তারিখ ৫০ হাজার পিস ইয়াবাসহ পালং খালী ইউনিয়ন থেকে আটক দেখিয়ে আমার স্বামীকে উখিয়া থানায় সোপর্দ করা হয়। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, প্রকৃতপক্ষে আমার স্বামীকে পালংখালী থেকে আটক করেনি। আমার স্বামীকে আটক করে নিয়ে যায় আমার বসত বাড়ি থেকে। বিগত ২৫ সেপ্টেম্বর সকাল ৭ টার দিকে শত-শত হলোদিয়া পালং বাসিন্দারা উপস্থিত সাক্ষী।
আমার স্বামী মাদকের সাথে কোন ধরনের জড়িত ছিল না তাই নিরপক্ষ ও সুষ্ঠু তদন্তপূর্বক আমার স্বামীকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি।.
.
ডে-নাইট-নিউজ / কক্সবাজার প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: